ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নস্থ “সৈয়দ পাড়া তালিমুদ্দিন ফোরকানিয়া মাদ্রাসার” প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে অনুৃষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান ছিলেন, ঢাকা তালতলি জামে মসজিদের খতিব মাওলানা অাবদুর রহমান জামি।
প্রধান অালোচক ছিলেন, জামেয়া রশীদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শহীদুল্যাহ কাসেমি সাহেব। বিশেষ অালোচক ছিলেন, মাওলানা মো. ফয়েজুল্যাহ ও মাওলানা জসিম উদ্দিন মোবারক।
মাহফিলে প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ দীন মোহাম্মদ সভাপতিত্ব করেন এবং সার্বিক সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক হাফেজ বেলায়েত হোসাইন।
মাহফিলে প্রতিষ্ঠানের অায়ব্যায় উপস্থান করে সকলের সহযোগীতা কামনা করেন পরিচালনা কমিটির সভাপতি।
মাহফিলে সহস্রাধিক ধর্মপ্রান মুসুল্লি উপস্থিত ছিলেন। রাত ১২টায় অাখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘোষনা করা হয়।