ঘোড়াঘাটে পল্লী বিদ্যুৎ অফিসের মাধ্যমে সেচ বিষয়ে মত বিনিময় ও গণ শুনানী অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ঘোড়াঘাটে পল্লী বিদ্যুৎ অফিসের মাধ্যমে সেচ বিষয়ে মত বিনিময় ও গণ শুনানী অনুষ্ঠিত গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বাবু সন্তোষ কুমার সাহার সভাপতিত্ত্বে রাণীগঞ্জ জোনাল অফিসের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুতের মত বিনিময় ও গণ শুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ রাফে খন্দকার সাহানসা, ৩নং সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান আঃ মান্নান, ঘোড়াঘাট পৌর মেয়র আঃ সাত্তার মিলন, গভীর নলকুপ ও সেচ মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক (বগা) উপজেলা কৃষকলীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম আকাশ, রাণীগঞ্জ জোনাল অফিসের এজিএম.কম হাবিজুর রহমান অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি উপস্থাপনায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির রাণীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ। বক্তগণ বলেন বর্তমান আওয়ামীলীগ সরকারের তিন তিনবার সফল প্রধান মন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কর্ণধার কৃষক রতœ প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। তারই কথার আলোকে ঘোড়াঘাট উপজেলাকে আগামী ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। বক্তগণ আরোও বলেন বর্তমান সরকার বিদ্যুৎ বান্ধব সরকার, বিদ্যুৎ ছাড়া একটি দেশের বা এলাকার কোন উন্নয়ন করা সম্ভব নয়। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই বাস্তবতার নিরীখে কৃষক যাতে সেচ ব্যবস্থা সহ কোন বিষয়ে উচ্চ মূল্য দিয়ে কোথাও ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে লক্ষ রাখা আমাদের সকলেরই দায়িত্ব বলে আমরা মনে করি।
Related News

উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা
নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশের এইRead More

উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ | বাংলারদর্পণ
নিজস্ব প্রতিবেদকঃ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এখন উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফরRead More