সাবেক শিবির ক্যাডার এখন স্বরাষ্ট্রমন্ত্রীর চিকিৎসক !

 

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রাক্তন সভাপতি ও শিবিরের ক্যাডার ডা. মোহসীন হোসেন বর্তমানে ভোল পাল্টে স্বরাষ্ট্রমন্ত্রীর চিকিৎসক বনে গেছেন। অতীতের ভূমিকার কারণে তিনি ওএসডি হয়েও সংযুক্ত আছেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে, বাগিয়েছেন অধ্যাপকের চলতি দায়িত্বও।

সাবেক সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সাথে লেনদেন করেই তিনি বর্তমান সরকারের আমলে এসব বাগিয়ে নেন। এখনও নিয়মিত বসেন জামাতী বলে পরিচিত ইবনে সিনা হাসপাতালে।

উদ্বেগের বিষয় হলো, এই জামাত শিবিরের ক্যাডার ডা মোহসীন খুব সন্তর্পণে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের চিকিৎসক বনে গেছেন। এটি আতঙ্কিত হবার বিষয় এই কারণে যে, দেশের গুরুত্বপূর্ণ ও একজন স্পর্শকাতর মন্ত্রীর সান্নিধ্যে থেকে জামাত শিবিরের ছদ্মবেশী চিকিৎসক যে কোন অঘটন ঘটাতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের বর্তমান সচিব ও কর্মকর্তাগণ এই বিষয়টি অবগত ছিলেন। কিন্তু সাবেক সচিবের প্রভাবে কোন ব্যবস্থা নিতে পারেননি। গত ২২ ফেরুয়ারী ডা মোহসীন হোসেনের বদলির আদেশ জারি হলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তদবির করে এই আদেশ বাতিলের চেষ্টা করছেন।

উল্লেখ্য, এর আগে অর্থমন্ত্রীর একান্ত সচিব হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিবিরের ক্যাডার উপ-সচিব আবুল হাসান।

বিষয়টি গণমাধ্যমে এলে অর্থমন্ত্রী তাকে অপসারণ করতে বাধ্য হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *