ভাব জগতের বাউল ফকির সমছুল আর নেই

 

আলাল হোসেন :

‘কে বাজায় তোর মাটির বেহালা, দেখ রে পাগলা ভাবিয়া/ ছয় রাগ ছত্রিশ রাগিনী, ষোলো মাত্রায় তাল দিয়া।’ এমন অসংখ্য ভাব গানের জনক বাউল ফকির সমছুল আর নেই। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় তাঁর নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর প্রিয়তমা স্ত্রী, আত্মীয়-স্বজন, ভক্ত অনুসারী রেখে গেছেন নি:সন্তান পঁচাত্তর বছর বয়সী এই মানববাদী বাউল ফকির। বুধবার বিকাল ৩টায় গ্রামের মাঠে জানাজার নামাজ শেষে গ্রাম্য পঞ্চায়েতি কবরস্থানেই তাকে চির সমাহিত করা হয়।

বাউল ফকির সমছুল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ধরাধরপুর গ্রামের বাসিন্দা।  ১৩৪৮ বাংলার চৈত্র মাসে মরহুম লাল মোহাম্মদ ও মরহুমা সোনাভান বিবির ঔরসে জন্ম হয় তাঁর।

মৃত্যুর পূর্বে অসংখ্য ভাবের গান লিখেছেন তিনি। তাঁর সমগ্র সৃষ্টি নিয়ে বিশিষ্ট লেখক গবেষক মোস্তাক আহমাদ দীনের সম্পাদনায় ‘আশিকের রত্ন সমগ্র’ ২য় খন্ড প্রকাশ করে ঘাস প্রকাশনী। এ গ্রন্থে তাঁর ৪৭৭  টি গান প্রকাশ পেয়েছে।  এর আগে যুদ্ধ পরবর্তী বাংলাদেশে তাঁর ‘আশিকে রত্ন প্রথম খন্ড’ প্রকাশিত হয়। পরবর্তীতে ‘মহাসিং নদীর তীরে’ নামেও তাঁর একটি গ্রন্থ প্রকাশিত হয়। তাঁর মোট গানের সংখ্যা ৫ শতাধিকেরও হবে। নিভৃতচারী এ বাউল ফকিরের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে তাঁর ভক্তের হৃদয়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *