ফেনী প্রতিনিধি :
ফেনীতে শিরিন সুলতানা রত্না (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নাজির রোড় এলাকার আনোয়ার উল্লাহ সড়কে একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন বিকালে নিহতের রত্নার মা সালমা আক্তার পাশের বাসায় যায়। পরে সন্ধ্যার দিকে বিছানার উপর মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে আত্মচিৎকার করে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করেন। নিহত রত্মা এবার ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন থেকে ব্যবসায় বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার পিতা আনিসুল হক দীর্ঘদিন ধরে সৌদি আরব অবস্থান করছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।