দাগনভূঞায় বাস উল্টে নিহত ৬ – বাংলারদর্পন

 

 

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞায় যাত্রীবাহী বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। শনিবার সন্ধ্যায় সাতটার দিতে ফেনী-নোয়াখালী সড়কের আমিরগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতাল ও দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওইদিন সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস ঢাকা (মেট্রো ব-১৪-৫৪৮৫) নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৬নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের দাগনভূঞাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সড়ক দূর্ঘটনায় ৬ নিহতের  বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *