মোহাম্মদ ইকবাল হোসাঈন:
সোনাগাজীর মতিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের পাঞ্জেগানা মসজিদের নির্মান কাজ বৃহষ্পতিবার সকালে উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে রেজিস্ট্রি অফিসার মোঃ আমির হামযা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক ও ৬নং চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, ৪নং মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, সোনাগাজী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সাব রেজিস্ট্রি পাঞ্জেগানা মসজিদের খতিব কেরামত উল্যাহ।
এসময় সোনাগাজী উপজেলা দলিল লিখক সমিতি নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে ৪নং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু মসজিদের জন্য পরিষদের পক্ষ থেকে একটি টিউবওয়েল বাজেট দেন।