সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী পৌরসভার তুলাতুলি এলাকায় জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
এসময় তিনি বলেন, সোনাগাজী পৌরসভায় পর্যায়ক্রমে রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থা সহ সব সমস্যার সমাধান করা হবে। আমার মেয়াদকালে একটি বাড়ির রাস্তাও কাঁচা থাকবেনা। গণ শুনানীর মাধ্যমে সমস্যা চিহ্নিত করে শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। পরিবেশ ও বনমন্ত্রণালয়ের সহযোগিতায় জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ২০১৬-১৭ অর্থ বছরে সোনাগাজী পৌরসভার অর্থায়নে প্রায় ৫০লাখ টাকা ব্যয়ে ৩৭০মিটার দৈর্ঘ্য ড্রেনটি নির্মাণ করা হবে।
মঙ্গলবার সকালে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ূব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোস্তফা, প্রকৌশলী দীলিপ চন্দ্র নাথ, মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমূখ।
এসময় দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মামু জামে মসজিদের পেশ ইমাম মাও. হারুনুর রশিদ ।