বিশ্ব এখন বাংলাদেশের কাছে শিখতে চায়: আইজিপি

 

ডেস্ক রিপোর্ট :

পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, “বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বিশ্ব এখন আমাদের কাছে শিখতে চায়।” শনিবার বিকেলে সিলেট পুলিশ লাইন্সে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আইজিপি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাথাচাড়া দেয়া সন্ত্রাসবাদকে আইন-শৃঙ্খলা বাহিনী নির্মূল করেছে। সারা পৃথিবীতে বাংলাদেশ এখন সন্ত্রাসবাদ নির্মূলে রোল মডেল। আমরা কিভাবে সন্ত্রাসবাদ রুখে দিয়েছি এখন তা জানতে চায় বিশ্ব। তারা আমাদের কাছ থেকে শিখতে চায়।”

আইজিপি আরো বলেন, “জঙ্গি-সন্ত্রাস নির্মূলে পুলিশের সব ধরনের সক্ষমতা ও যোগ্যতা রয়েছে। সবার সহযোগিতায় এসব সাফল্য বাংলাদেশ পুলিশকে নতুন উচ্ছতায় নিয়ে যাবে।”

পুলিশ মহাপরিদর্শক বলেন, “পাঁচ জানুয়ারির নির্বাচন পরবর্তী সন্ত্রাসবাদ রুখতে ১৭ জন পুলিশ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন তিন হাজারের বেশি পুলিশ। অনেকে পঙ্গুত্ববরণ করছেন। জীবন দিয়েও পুলিশ জ্বালাও-পোড়াও সন্ত্রাসবাদ রুখে দিয়েছে।”

আইজিপি বলেন, “দেশে এখন এক হাজার নাগরিকের জন্য মাত্র একজন পুলিশ রয়েছে। তা খুবই অল্প। তবুও পুলিশ মানুষের নিরাপত্তা দিতে চেষ্টা করছে। মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের জনবল বাড়াতে হবে।”

সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানের সভাপতিত্বে ও পুলিশ সুপার মনিরুজ্জামানের পরিচালনায় এসময বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মনিরুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *