ফোর.জি যুগে প্রবেশ করলো বাংলাদেশ

 

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) 4G/LTE হস্তান্তের পর ১৯ ফেব্রুয়ারি,২০১৮ থেকে যোগাযোগের দ্রুততম সেবা 4G যুগে প্রবেশ করলো বাংলাদেশ। লাইসেন্স পাবার মাধ্যমে রাত থেকেই 4G সেবা দিতে যাচ্ছে মোবাইল অপারেটরসমূহ।

গত ১৩ই ফেব্রুয়ারি বিটিআরসি আয়োজিত নিলামের মাধ্যমে প্রযুক্তি নিরপেক্ষতা বজায় রেখে স্পেকটার্ম টেকনোলজি সরবরাহ করা হয়। গ্রামীনফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক এই সুবিধার আওতাধীন হতে যাচ্ছে। তথ্যপ্রযুক্তিবিদরা বলছেন, সঠিকভাবে প্রয়োগ করা গেলে প্রযুক্তিখাতে বিপ্লব নিয়ে আসবে চতুর্থ প্রজন্মের এই সেবা।

ইন্টারন্যাশনাল টেলিকম্যুনিকেশন ইউনিয়ন এর মানদণ্ড অনুযায়ী, 4G সার্ভিসে ইন্টারনেটের গতি ১০০ মেগাবাইট থেকে গিগাবাইট। বিটিআরসি নির্ধারিত গতি ২০মেগাবাইট প্রতি সেকেন্ড। উল্লেখ্য, 4G এর গতি 3Gএর তুলনায় ১০ গুন্ বেশি।

ডিজিটাল বাংলাদেশ গড়তে, রূপকল্প-২০২১ এর পথে আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যুগোপযোগী, বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন অমিত সম্ভাবনার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *