সোনাগাজী প্রতিনিধি : ৮ ফেব্রুয়ারি বিকালে বেগম জিয়ার দুৃর্নীতি মামলায় রায়ের পর সোনাগাজী পশ্চিম বাজারে যুবদল ক্যাডাররা নাশকতা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে জিরোপয়েন্টে পথসভায় উপস্থিত থাকা নেতাকর্মীরা মিছিল সহকারে এসে যুবদল ক্যাডারদের ধাওয়া করে। পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে মিছিলের অগ্রভাগে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ছিলেন পৌর যুবলীগের সাবেক যুগ্ন অাহ্বায়ক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন।
ওই সময় যুবদল ক্যাডাররা অা’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর ইট পাটকেল ও বোমা নিক্ষেপ করে। এতে যুবলীগ নেতা রিপন, ছাত্রলীগ নেতা হোনা মিয়া ও অাকরাম অাহত হয়।
রিপন জানান, ইট ও বোমার অাঘাতে পায়ে মারাত্বক জখম হয়েছে। গত ৭ দিন ধরে পায়ে হেটে চলাচল করা সম্ভম হচ্ছেনা।
রিপন অারো জানান, এর অাগেও তিন দফা ওই যুবদল সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করেছিল। চিকিৎসক জানিয়েছে এক্স-রে করে উন্নত চিকিৎসা করতে হবে। অন্যথায় অারো ক্ষতির অাশংকা রয়েছে। এঘটনায় সোনাগাজী মডেল থানায় যুবদল ক্যাডারদের নামে একটি মামলা রুজু হয়েছে।