নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি করর্পোরেশন প্যানেল মেয়র ডেইজি সারোয়ার ও সিটি করর্পোরেশনের অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে দিনভর ব্যাপী চললো অপরিকল্পিত সাইনবোর্ড অপসারণ ।
মিরপুর রোড অাড়ং থেকে শুরু করে ইকবাল রোড পর্যন্ত চলে সকল এ কার্যক্রম। এ অভিযান প্রসঙ্গে ডেইজি সারোয়ারের নিকট বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, সাইনবোর্ড লাগানো বা ব্যবাহারের একটি সুষ্ট নীতিমালা রয়েছে।
প্রথমত সাইনবোর্ডে ব্যবহৃত শব্দ বাংলায় হতে হবে । দোকানের অাকার অনুপাতে নিদিষ্ট মাপ থাকে, সে অনুযায়ী সাইনবোর্ডের মাপ হতে হবে। নিয়মের বাহিরে সকল সাইনবোর্ড অামরা সরিয়ে নিচ্ছি । এ ছাড়াও রাস্তার উপর অবৈধ বোর্ড অামরা ভেঙ্গে ফেলছি।
ভাষার মাস দেখেই বাংলা সাইনবোর্ডের ওপর গুরত্ব দেয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অামরা সেই জাতি যারা একমাএ পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দিয়েছি। বাংলা ভাষা অামাদের রক্তের সাথে জড়িয়ে অাছে।
তাছাড়া বাংলা শব্দে সাইনবোর্ড হবে শুরু থেকেই এই নীতিমালা রয়েছে । ভাষার মাসে তাৎপর্য তুলে ধরার পাশাপাশি, এখন থেকে প্রতিনিয়ত এ অভিযান চলবে। অার নতুন করে এ অভিযান চালানোর জন্যই ভাষার মাসই উওম মক্ষম।