চট্টগ্রাম ব্যুরো :
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন পোশাক শিল্পে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। সারা বিশ্বের বিভিন্ন শপিংমল, নামি দামি ব্র্যান্ড গুলোতে প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসাবে যখন বাংলাদেশী প্রতিষ্ঠানের নাম দেখা যায়, তখন গর্বে আমাদের বুকটা ভরে যায়। এই পোশাক শিল্প নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র যতটা আন্তর্জাতিক মহল বিশেষের, তার চেয়েও বেশি এ দেশীয় চক্রান্তকারীদের ভূমিকা বেশি ছিল। সব চক্রান্ত পেছনে ফেলে অদম্য বাঙ্গালী একের পর এক সাফল্য অর্জন করে চলেছে। উপরোক্ত কথা গুলো নিউ সেন্স ফ্যাশন হাউজের কার্য্যালয় উদ্বোধন কালে তিনি বলেছেন। ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে নিউ সেন্স ফ্যাশন হাউজের উদ্বোধনকালে সম্মানিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ, চিলড্রেন গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা আফিয়া বেগম, সমাজ সেবক আশরাফুল গনি, এ আর কামরুল ইসলাম, আনিসুর রহমান মামুন, প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ফারহানা আক্তার মুনমুন, গোলাম কিবরিয়া, দিদারুল আলম জাকির, তৌহিদুল আলম তৌহিদ, সাইদুজ্জামান রাজু, সাইদুল ইসলাম বাপ্পি, রব্বানি, জনি, মো. শিপু, মো. আলমগীর, মো. শফি আলম, মো. ইকবাল, মো. জানে আলম, মো. মুন্না, আশরাফুল আলম সিদ্দিকী, মিজানুর রহমান অন্তর, মো. সাজ্জাদ প্রমুখ। অন্ষ্ঠুানে প্রধান অতিথি উপস্থিত সকল অতিথিদের সাথে নিয়ে ফিতা এবং কেক কেটে ফ্যাশন হাউজ কার্য্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।