প্রেস বিজ্ঞপ্তি-
সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী জাউয়া বাজারের জামে মসজিদের পাশে শীঘ্রই শুভ উদ্বোধন হবে মিষ্টি জগতের গ্রাম বাংলার মানুষজনের প্রসিদ্ধি খাবারের নির্ভর যোগ্য প্রতিষ্টান রিফাত এন্ড কোং। প্রতিষ্টানের সত্বাধীকারি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা মো.জুনাইদ আহমেদ জানান,আমরা অত্র এলাকার মানুষজনের সেবা জন্য এই ঐতিহ্যবাহী জাউয়া বাজারে রিফাত এন্ড কোং’র প্রতিষ্টানটি স্হাপন করেছি। যা সকল শ্রেনীপেশার মানুষজনের একটি খাবারের নির্ভর যোগ্য প্রতিষ্টান। বিশেষ করে আমাদের প্রতিষ্টানের খাবারে আমাদের ছোট্র সোনামণিদের চাহিদা মেঠাবে। আর প্রবীনদের জন্য থাকছে আমাদের বিশেষ আয়োজনের বিভিন্ন প্রকার খাদ্য। আগামী শুক্রবার বাদ জুম্মা আমাদের রিফাত এন্ড কোং,র শুভ উদ্ধোধন হবে। আমি সবাইকে অত্র প্রতিষ্টানের পক্ষ থেকে আমন্ত্রন জানাচ্ছি। উদ্ধোধন করবেন বিভিন্ন মহলের সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিবর্গ। পরিশেষ আমি জাউয়া বাজার রিফাত এন্ড কোং’র অগ্রযাত্রা কামনা করি…… ।