মোহাম্মদ ইকবাল হোসাঈন: সোনাগাজীতে ফেনী সদরের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও জহির উদ্দিন মাহমুদ লিপটনের নামে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন সহ ৬ জন আহত হয়। ১২ ফেব্রুয়ারী সোমবার সকালে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার গ্রুপের মধ্যে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।। রবিনের মাথায় জখম হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ নেতারা আহতদের সোনাগাজী হাসপাতালে ভর্তি করে।
হামলা কারীদের বিচার দাবীতে সোনাগাজী জিরোপয়েন্ট ও ডাকবাংলায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা কর্মী।
ইফতেখার জানান, সভাপতি রবিন সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন মাহমুদ লিপটনের নামে স্লোগান দেয়ার চেষ্টা করলে উপস্থিত ছাত্রলীগ নেতারা তার উপর হামলা চালায়।
তবে, এ হামলার জন্য আওয়ামীলীগের এক নেতাকে দায়ী করেন সভাপতি রবিন।
প্রসঙ্গত, লন্ডনে বাংলাদেশ দুতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুরের ঘটনায় দোষীদের বিচার দাবীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করার কথা ছিল। ।