বাংলারদর্পন :
আজ বেলা ১২টায় নোবিপ্রবিতে অনুষ্ঠিত হলো বিডি ক্যারিয়ার জবসের আলোচনা সভা।
সভায় বিডি ক্যারিয়ার জবসের কয়েকজন প্রতিনিধি তাদের আলোচনা রাখেন।সেখানে বক্তারা বর্তমান বাংলাদেশের চাকুরীর সামগ্রিক অবস্থা তুলে ধরেন।এছাড়াও বাংলাদেশে শিক্ষিত সম্প্রদায় আছে কিন্তু সঠিক দক্ষতা সম্পন্ন লোকবলের যে অভাব রয়েছে সেটাও তুলে ধরেন।এছাড়াও শুধু বাংলাদেশের চাকুরীর চিন্তা ছেড়ে বিদেশে চাকুরীর চিন্তার আহবান জানান।তারা বলেন আমাদের চিন্তা লেভেলটা এখনো বড়ো হয়নি।আর এজন্যই আমরা নিজেদের যোগ্যতা বাড়াতে পারছি না।এছাড়াও তারা চাকুরীর আবেদন করার সময়কে গুরুত্বপ্রধান করার কথা বলেন।
উক্ত আলোচনা সভায় প্রায় আটশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।তারা এব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন।তারা বলেন এধরনের সভা তাদের এগিয়ে যেতে সাহায্য করবে।
আলোচনা সভাটি বেলা ২টা নাগাদ শেষ হয়।