‘আমাকে বহিস্কারের ক্ষমতা জেলা কমিটির নেই ‘ – অাজহারুল হক অারজু 

 

জুলফিকার অালী মাসুদ >>>>

ফেনী জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে জেলা সভাপতি আবদুর রহমান বি.কম এর দেয়া বক্তব্যের প্রেক্ষিতে জেলা আওয়ামীলীগের সদস্য আজহারুল হক আরজু বলেছেন, ‘২০১৬ সালের ১ নভেম্বর দল থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে। অথচ সাংগঠনিকভাবে আমাকে বহিষ্কারের ক্ষমতা জেলা কমিটি সংরক্ষণ করে না।’

আজহারুল হক আরজু বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বি.কম কে ‘প্রাণপ্রিয় শ্রদ্ধেয় নেতা’ উল্লেখ করে বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ (বুধবার) বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমি এবং জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে যেসব বিষেদগার করা হয়েছে যা সর্বৈব সত্যের অপলাপ ও বিভ্রান্তিকর।

তিনি আরো বলেন, ‘লিখিত বক্তব্যের শুরুতেই শ্রদ্ধেয় সভাপতি আবদুর রহমান বি.কম. উল্লেখ করেছেন, ২১ নভেম্বর সংবাদ সম্মেলনে আমি কিছু বিষয়ে জেলা আওয়ামীলীগকে দায়ী করে বক্তব্য রেখেছি। অথচ কোথাও আমি জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কিংবা সহযোগী অন্য সংগঠনকে দায়ী করে কোনো বক্তব্য দেইনি।

আমি একজন ব্যক্তির অপকর্ম এবং একই সঙ্গে আমার নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেছি। আর ব্যক্তির দায়ভার কখনও কোনো দলের ওপর বর্তায় না। বরং ব্যক্তির জন্য জনমনে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী হিসেবে বিষয়টি দলীয় সভানেত্রীর দৃষ্টিগোচর করতেই জীবনের ঝুঁকি নিয়ে আমি সংবাদ সম্মেলনে সত্য উচ্চারণ করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *