ফেনী প্রতিনিধি : বেগম জিয়ার দুৃর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সোনাগাজী পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল -ছাত্রদল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী উচ্চ বিদ্যালয় গেইটে পুলিশের বাধায় মিছিলটি পন্ড হয়। এ সময় অভিযান চালিয়ে বিএনপি নেতা মাকসুদুর রহমান রাসেল, কাউন্সিলর মো. ইয়াছিন কে অাটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে নেতৃত্ব দেন সোনাগাজী উপজেলা যুবদল সাধারন সম্পাদক খুরশিদ অালম।
মিছিলে অারো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাকসুদুর রহমান রাসেল, কাউন্সিলর ইয়াছিন ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ, যুগ্ন অাহ্বায়ক জসিম উদ্দিন, চর ছান্দিয়া যুবদল সাধারন সম্পাদক অাবুল কাশেম মাঝি, ছাত্রদল নেতা রুবেল প্রমুখ
এ ছাড়া উত্তর চর ছান্দিয়া অাল হেলাল একাডেমি স্কুল মাঠ থেকে ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ।