সড়ক দুর্ঘটনায় আহত স্বর্ণালীর নিহত : হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ

 

এস,এম,ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ- সুনামগঞ্জের দিরাইয়ে ফিটনেসবিহীন ইজি বাইকের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্বর্ণালী (৭) নামের এক শিশু শিক্ষার্থীর-প্রাণ গেল দিরাই সরকারী  হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায়। নিহত স্বর্ণালী দিরাই উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কামারুজ্জামানের মেয়ে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী আল মামুন বলেন সন্ধ্যায় স্বর্ণালী বাগবাড়ীস্থ নিজ বাসার সামনের রাস্তায় ইজিবাইক চাপায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কোন এমবিবিএস ডাঃ না থাকায় আমি ডাঃ নাজিয়া ম্যাডাম এর হাসপাতাল কোয়ার্টারে চেম্বারে যাই,তিনি রোগী দেখা শেষ করে জরুরি বিভাগে আসেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট প্রেরণ করেন।

সিলেট যাওয়ার পথে পাথারিয়া বাজারের পাশে যাওয়ার পর অক্সিজেন শেষ হয়ে যায়। অবস্থার অবনতি দেখে কৈতক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই ইজিবাইক চালক পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের জসিমউদ্দিনের পুত্র ঘাতক রবি মিয়া(১৫) পলাতক রয়েছে। অপরদিকে হাসপাতাল কতৃপক্ষের উদাসীনতা জের ধরে বিক্ষুব্ধ জনতা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসিবুর রহমান ও ডাঃ নাজিয়া মানালুল এর চেম্বারে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিন ইকবাল উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।উল্লেখ্য ইতিপূর্বেও দিরাই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলায় শিশুর মিত্যু নিয়ে গোলযোগের অভিযোগ উঠেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *