এমদাদ খান :
উন্নয়নের গতি ধরে রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
শুক্রবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের খাগড়াছড়ি সড়ক ও জনপথ সড়ক থেকে হরিকুমার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত অভিভাবক-শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: আনোয়ারুল হক, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী বলেন, বর্তমান সরকার শিক্ষিত জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত জনপদে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আদুনিক অবকাঠামোয় নির্শিত হচ্ছে। শিক্ষাকে তিনি উন্নতির শিখরে পৌছার সোপান মন্তব্য করে সকলকে সরকারের এ সুযোগ গ্রহণেরও আহবান জানান।
উল্লেখ যে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৩) এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৩৬ লাখ টাকায় ব্যায়ে সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করে। এবং আড়াই কোটি টাকা ব্যায়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ সড়ক থেকে হরিকুমার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।