নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বাড়ি থেকে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার রায়পুরা ইউনিয়নের খুদ্দ গহিরার আবুল কাশেমের বাড়ি থেকে জেলা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ বলেন, কয়েকদিন ধরে আমাদের কাছে খবর ছিল ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত হয়ে চট্টগ্রামে আসছে। শুক্রবার ভোরে চালানটি আনোয়ারা উপকূলে আসার খবর পেয়ে পুলিশ রায়পুরা ইউনিয়নের আবুল কাশেমের বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে। অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে তার বাড়ির খাটের নিচ থেকে বস্তাভর্তি সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।
এ ব্যাপারে আবুল কাশেমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।