চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী জসিম  গ্রেপ্তার

 

চট্টগ্রাম ব্যুরো :

বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬টি মামলার আসামী ১জন দুর্ধর্ষ অস্ত্রধারী খুনী ও ডাকাত’কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামী( ১) মোঃ দিদারুল ইসলাম,জসিম প্রকাশ চেয়ারম্যান জসিম, পিতা-মৃত মেহেরুজ্জামান, মাতা-মৃত লায়লা বেগম, সাং-ইসলামপুর, নতুন পাড়া, থানা-রাঙ্গুনিয়া জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বজ্জর ঘোনা নুর মোহাম্মদের ভাড়া ঘর, বলিরহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।

 

০৬ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখ রাত ০০.৩৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই/ফিরোজ আলম, এসআই/কামাল হোসেন, এএসআই/মিলাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬টি মামলার আসামী ১জন দুর্ধর্ষ অস্ত্রধারী খুনী ও ডাকাত’কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিম্ম লিখিত মামলা আদালতে বিচারাধীন আছে।

 

কাউখালী থানার মামলা নং-০৬, তাং-১৭/০৮/২০০২, জিআর-২৩৩/০২, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ এর পলাতক আসামী। রাঙ্গুনিয়া থানায় ড/অ মূলতবী আছে।

এসটি-২৫৮/০৩(রাঙ্গুনিয়া), ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-অ মামলাটি অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত চট্টগ্রাম-এ বিচারাধীন আছে। 

 

এসটি-২৬০/০৩ (রাঙ্গুনিয়া) ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-অ মামলাটি অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত চট্টগ্রাম-এ বিচারাধীন আছে।

 

এসটি-৮২/৯৬, রাঙ্গুনিয়া থানার মামলা নং-০২, তাং-০৩/০৭/১৯৯১, ধারা-৩০২/১০৯ দঃ বিঃ মামলাটি জন নিরাপত্তা ট্রাইব্যুনাল  আদালত চট্টগ্রাম-এ বিচারাধীন আছে।

 

 

এসটি-২৮২/০৩ ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ মামলাটি অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালত চট্টগ্রাম-এ বিচারাধীন আছে।

 

কোতোয়ালী থানার মামলা নং-৫৪, তাং-২২/০৪/২০১৭ইং ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ এর সন্দিগ্ধ আসামী। মামলাটি তদন্তাধীন।

 

 

উল্লেখিত আসামী সাবেক বিএনপি নেতা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর(সাকা চৌধুরী) বিশ্বস্ত সহচর এবং কুখ্যাত খুনি ও দুর্ধর্ষ অস্ত্রধারী একজন ক্যাডার। সে দীর্ঘদিন যাবৎ বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় আত্মগোপনে থাকিয়া বিভিন্ন অপরাধ কর্মকান্ড করিয়া আসিতেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *