উন্নয়নের জন্য স্থিতিশীল সরকার আবশ্যক -সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন

 

মোঃ আলাউদ্দীন :

বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য একটি স্থিতিশীল সরকারের আবশ্যক। একটি সরকার অন্তত পক্ষে দুই আমলে ক্ষমতায় থাকলে দেশের অবকাঠামোগত উন্নয়নে সহজ হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ক্ষমতায় যখন প্রগতিশীল গোষ্ঠী থাকেন তখন মুক্ত বুদ্ধির চর্চা, শ্রেনি ও পেশাগত বৈষম্য দূর করা, জঙ্গীবাদ, মৌলবাদ, হানাহানি, নৈরাজ্য দূর করা সম্ভব। গত দুই আমলে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার জীবন যাত্রার মান উন্নয়ন, বিদেশী বিনিয়োগে উৎসাহিত হওয়ার ফলে জিডিপির প্রবৃদ্ধির হার বৃদ্ধি করেছে। শিক্ষাখাতে বিপ্লব সাধিত হয়েছে। উপরোক্ত কথাগুলো বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ মহাদেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ কর্তৃক প্রকাশিত সরকারের এই উন্নয়ন কর্মকান্ডের উপর বর্ষপঞ্জি, লিফলেট, মগ এবং চট্টগ্রামের অবিসংবাদিত নেতা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর উপর ক্যালেন্ডার গ্রহণকালে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন। এসময় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার্ড খোরশেদুল আলম, ডেপুটি রেজিষ্ট্রার্ড আবু তাহের, চট্টগ্রামের প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন বাবর, নগর যুবলীগের সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, মুক্তিযোদ্ধা সন্তান সরোয়ার আলম মনি, মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, মো: কামরুল ইসলাম, আনিসুর রহমান মামুন, ছাত্রনেতা শহীদুল ইসলাম শহীদ, যুবনেতা ইয়াসিন ভূইয়া, ওমরগণি মানিক, ইসতিয়াক চৌধুরী, মো: দিদার, তৌহিদ জিল্লু প্রমুখ।

 

বর্ষপঞ্জিটি সরকারের ১২টি মেগাপ্রকল্প রূপপুর মানবিক বিদ্যুৎ কেন্দ্র, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা সিটি মেট্রো রেল, পায়রা গভীর সমুদ্র বন্দর, মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল, চিটাগাং সিটি আউটার রোড, কর্ণফুলী টানেল, চিটাগাং এলিভেটেড এক্সপ্রেস রোড, মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল লাইন প্রকল্প, শেখ হাসিনা পানি শোধনাগার ছবি সম্বলিতভাবে সাজানো হয়। বর্ষপঞ্জিতে ইংরেজি বাংলা আরবি বর্ষের তারিখ মাস উল্লেখ রয়েছে। এসময় ড.অনুপম সেন আরো বলেন, প্রগতিশীল সকল নেতাকর্মীকে সরকারের উন্নয়ন প্রচার ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *