সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত মাদরাসা ছাত্র নুর উদ্দিন, শাখাওয়াত হোসেন জাবেদ, মামুন শরীফ ও মহি উদ্দিন শাকিলের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে তাদের স্বজনরা। রোববার (৩নভেম্বর) সকাল ১০টায় চর ছান্দিয়া পরিষদ সংলগ্ন ওলামাবাজার সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শাখাওয়াত হোসেন জাবেদ’র মা লাইলী বেগম বলেন, নিম্ম আদালত ফরমায়েশী রায় দিয়েছে । আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশাকরি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো।
নুর উদ্দিন’র বাবা আহসান উল্যাহ বলেন, পিবিআই আত্মহত্যাকে হত্যায় রুপান্তর করেছে। আমরা বিচার বিভাগীয় তদন্তের দাদি জানাই। বাদি এবং সাক্ষী কোন আসামীর বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার বিষয়ে চাক্ষুস প্রমাণ দিতে পারেন নি । তবুও সকল আসামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
মামুন শরীফের মা বলেন, সম্পূর্ন নির্দোষ প্রমানিত হওয়ার পরও মামুনকে সাজা দেয়া হয়েছে। ঘটনার পর ৭তারিখ রাফিকে রক্ত দিয়েছিল মামুন । ঘটনার সময় গৃহস্থলি কাজে ব্যাস্ত ছিল মামুন।
মানববন্ধনে দন্ডপ্রাপ্ত মাদরাসা ছাত্র নুর উদ্দিন, শাখাওয়াত হোসেন জাবেদ, মামুন শরীফ ও মহি উদ্দিন শাকিলের মা-বাব, ভাই-বোনসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, মানববন্ধনের ব্যাপারে শুনেছি তবে কোন অনুমতি দেয়া হয়নি । পুলিশের বাধার মুখে তারা পৌর শহর থেকে ২কি.মি. দুরে মানববন্ধন করেছে।
উল্লেখ্য, গত ৬এপ্রিল সোনাগাজী ইসলামীয়া সিনিয়র মাদরাসা পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করে মাদ্রাসার শিক্ষার্থীরা। এ ঘটনায় ৮ এপ্রিল নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বাদি হয়ে সোনাগাজী থানায় অভিযোগ দায়ের করেন । গত ২৪অক্টোবর উক্ত হত্যাকান্ডে অভিযুক্ত ১৬ আসামীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ ।