রাজবাড়ী প্রতিনিধিঃ আজ রাজবাড়ীর গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী জন্মদিন। ৩ফেব্রয়ারী জন্মদিনের প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কাজী ইরাদত আলী। মোবাইল ফোন কিংবা ফেইসবুক দুটোতেই শুধুই জন্মদিনের শুভেচ্ছা।
মানুষ কিভাবে নিজের কর্মের মাধ্যমে এতো জনপ্রিয় হতে পারে কাজী ইরাদত আলীকে না দেখলে হয়তো কখনো তা অনুধাবন করতে পারতাম না, আপনি অনেক উঁচু মনের মানুষ , আপনার তুলনা শুধু আপনিই।
কিছু কিছু মানুষ, যারা এই সুন্দর পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ কাজী ইরাদত আলী।
চলুন দেখে নেয়া যাক কাজী ইরাদত আলীর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কি হচ্ছেঃ
কানিজ ফাতেমা চৈতী লিখেছেন: দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন ! চলার পথে সৌভাগ্যবান থেকো ; আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো। শুভ জন্মদিন চাচ্চু ।
চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ সভাপতি অরব দত্ত হলি লিখেছেন: আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি ! কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি। শুভ জন্মদিন !
জেলা ছাত্র লীগের সভাপতি জাকারিয়া মাসুদ লিখেছেন: প্রিয় নেতা রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারন সম্পাদক জনাব কাজী ইরাদত আলীর সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের সময় আমরা।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি অপু আহাম্মেদ: লিখেছেন, রাজবাড়ী গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী কাকুর আজ শুভ জন্মদিনের শুভেচ্ছা, ভালো থাকেন, সুস্থ্য থাকেন কাকু এই দোয়া করি সব সময়।
মোঃ রাকিবুল হাসান লিখেছেন: শুভ জন্মদিন, শুভ জন্মদিন, রাজবাড়ী জেলার সাধারন মানুষের একমাত্র আশার আলো রাজবাড়ী জেলার সব জায়গাতে জার হাতের ছোয়া লেগে আছে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রানপূরুষ । রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অহংকার । আমার অভিভাবক । গরীবের বন্ধু । সাধারন মানুষের আশার আলো । যার নেতৃত্বে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও অন্য অন্য সহোযোগী সংগঠন কে উনিই একমাত্র ব্যাক্তি যিনি সবাইকে ঐক্যবদ্ধ করে রেখেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ন সাধারন সম্পাদক । রাজবাড়ী জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের সভাপতি। জননেতা জনাব কাজী ইরাদত আলী ।আল্লাহ উনাকে দীর্ঘ জীবি করুন।
মোঃ সোহেল রানা লিখেছেন: রাজবাড়ীর প্রান পুরুষ,রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ির চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি জনাব কাজী ইরাদত আলী ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে সেলফি।
মির সজল লিখেছেন: শুভ শুভ শুভ দিন ।।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব কাজী ইরাদত আলী ভাইয়ের জন্মদিন।
প্রীতম কুমার দে পিন্টু লিখেছেন: রাজবাড়ী পৌর ছাত্রলীগ পরিবার এর পক্ষ থেকে জন্মদিবসে শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো শ্রদ্ধেয় Kazi Eradat Ali কাকু
Shuvo Biswas .. শুভ জন্মদিন চাচ্চু… জনাব কাজী এরাদত আলী উন্নয়ন,আধুনিক এবং অসাম্প্রদায়িক রাজবাড়ী গড়ার জননায়ক,বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত জননন্দিত একজন ব্যক্তিত্বের অধিকারী,যিনি আবহমান বাংলার মহত্বমম বাঙালী,বাংলার বাঙালী জাতির স্বপ্নদ্রষ্টা,বাঙালী জাতির রাখাল রাজা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখা’র সকল ছাত্রনেতা-কর্মিদের সন্তানের মত লালন করেন।
আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগসহ আপামর নেতাকর্মীর সেই আপনজন;যাকে সব দুঃখ,কষ্ট অবলিলায় আপন মনে বলা যায়,যার কাছে প্রতিটি নেতাকর্মী স্নেহের সন্তান সমতুল্য। যিনি তার কাযে-কর্মে, মেধা-প্রজ্ঞায় ও মননশীলতায়, নিষ্ঠা-সততা ও উদারতায় এবং কর্মীদের সুখে দুঃখে তার ভ্রাতৃত্ব সুলভ আন্তরিকতা ও ভালবাসায় জয় করে, নিয়ে হাজারো সাধারন কর্মীদের হৃদয়,যিনি নিজ দল ও সংঠনের জন্য কঠোর পরিশ্রমী ও নিবেদিত একজন জননেতা-হিসেবে সর্বমহলে খুবই প্রশংসনীয়,যার উপর আস্তা ও ভরশা করে রাজবাড়ী প্রতিটি নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারন মানুষ-সকল গণতান্ত্রিক আন্দোলন ও অপশক্তির বিরুদ্ধে রাজপথে তার বীরত্বপূর্ণ ভুমিকায় যিনি হয়ে উঠেছেন রাজবাড়ী সদর উপজেলার একজন পরিশ্রমি গর্বিত-জননেতা।
গর্বিত জননেতা-অতিত এবং বর্তমান বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সর্বদা নিজেকে নিয়োজিত রেখে চলেছেন।
দরিদ্র শিক্ষার্থী, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, শীতার্ত মানুষ, গরিব-দুস্থ, পথশিশু, প্রাকৃতিক দূর্যোগ আক্রান্ত মানুষের পাশে যাকে সবসময় দেখা যায়,এছাড়াও ছাত্র-যুবকদের শারিরিক ও মানসিক বিকাশে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান, বিনোদন, খেলাধুলার আয়োজন, অংশগ্রহন ও আর্থিক সহযোগীতা করে থাকেন,শুধু তাই নয়, মাদকমুক্ত ছাত্র সমাজ গঠন, ন্যায় প্রতিষ্ঠা এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদি কন্ঠস্বর শ্রদ্ধেয় চাচ্চু জনাব কাজী এরাদত আলী
জনদরদি জননেতা-যিনি দলীয় ও সাংগঠনিক শৃংখলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে শতভাগ নিবেদিত এক প্রান, বিএনপি-জামাত-শিবির ও জননেত্রী শেখ হাসিনার সকল অপশক্তির বিরুদ্ধে তার নেতৃত্বে রাজপথে কঠর ঐক্যবদ্ধ,তার অসীম সাহসীকতা ও দুরদর্শীতা যেন ঐ সমস্ত অপশক্তির বিরুদ্ধে এক জলন্ত অগ্নিশিখা।
তার অক্লান্ত পরিশ্রম, ধৈর্য,মেধা, সাংগঠনিক প্রজ্ঞা ও দক্ষতায় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন বর্তমানে শক্তিশালী,ঐক্যবদ্ধ ও সুসংগঠিত ইউনিট হিসেবে পরিচিত হয়েছে বাস্তবে।
রাজবাড়ী সদর উপজেলা আপামর জনতার আস্তা, ভালবাসা, শক্তি, সাহস ও অনুপ্রেরনার এক নাম
শ্রদ্ধেয় চাচ্চু জনাব কাজী এরাদত আলী।প্রিয় নেতা শ্রদ্ধাভাজন জনাব কাজী এরাদত আলী -চাচাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা প্রিয় অভিবাবক,,আপনার সাফল্য আমাদের অনুপ্রেরনা,আপনার ভালোয় গর্বিত হই আমরা, আপনার ব্যথায় ব্যথিত হই আমরা, আপনি আমাদের পরম শ্রদ্ধেয় অভিবাবক- শুভ জন্মদিন শ্রদ্ধেয় চাচ্চু জনাব কাজী এরাদত আলী সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখা, সভাপতি চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্টিজ পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি-দোয়া শ্রদ্ধা ভালোবাসা শুভ কামনা চিরন্তন-নিরন্তর।শুভেচ্ছান্তেঃ শুভ বিশ্বাস
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি ! কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি। শুভ জন্মদিন !
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার প্রিয় মানুষের জন্মদিন…. “শুভ জন্মদিন”
রাজবাড়ী গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী মহোদয়কে জন্মদিনের শুভেচ্ছা।