চট্টগ্রামে অবৈধ ভিওআইপি মালামালসহ গ্রেফতার ১

 

মোঃ আলাউদ্দীন : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকা (দক্ষিণ) ব্লক-এ, বাড়ী নং-৩২৩ মনসুর ভিলা ৭ম তলা বিল্ডিং এর ৫ম তলার ৪(বি) ফ্লাটের দক্ষিন পার্শ্বে জনৈক ব্যক্তি সরকারী কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০২ ফেব্র“য়ারি ২০১৮ তারিখ ০১৩০ ঘটিকার সময় লেঃ কমান্ডার আশেকুর রহমান, (এক্স), বিএন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদা সুলতানা, পিপিএম এর নেতৃত্বে (চট্টগ্রাম বিটিআরসি এর সহকারী পরিচালক মোঃ কামরুল হাসান ভুঁইয়া এর সহায়তায়) বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ সালাউদ্দিন কাদের (২৩), পিতা-ফজলুল কাদের, গ্রাম-রায়চটা (মুহুরীর বাড়ী), থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- রসুলবাগ মনসুর ভিলা আবাসিক এলাকা, বাড়ি নং-৩২৩, ৫ম তলা বাকলিয়া, চট্টগ্রাম’কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশী করে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সামগ্রী উদ্ধার করে। যার মধ্যে ০৪ টি গেটওয়ে (২ টি দ্ধ ১৬ পোর্ট এবং ২ টি দ্ধ ৮ পোর্ট), ০৪ টি ল্যাবটপ, ০৪ টি মাউস, ০২ টি কি-বোর্ড, ০২ টি টিপি লিংক রাউটার, ০১ টি কুলিং ফ্যান, ০১ টি টেলিটক মডেম, ৬৩ টি এঝগ এন্টেনা, ০৬ টি পেন-ড্রাইভ, ০২ টি ছঁনবব মডেম, ০৩ টি পাওয়ার ক্যাবল, ০৩ টি ল্যাবটপ চার্জার, ০৪ টি রাউটার চার্জার, ১৯ টি বিভিন্ন ক্যাবল, ০৪ টি মোবাইল সেট, এবং ৮৭৭ টি (রবি/এয়ারটেল- ৫৬৯টি, টেলিটক- ২৯৫টি, জিপি-০৩টি এবং বাংলালিংক-১০টি) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, সে দীর্ঘদিন যাবত ভিওআইপি ব্যবসা করে আসছেন। উল্লেখ্য যে, উদ্ধারকৃত ভিওআইপি সামগ্রীর আনুমানিক মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। 

 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিওআইপি মালামাল সংক্রান্তে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ এর ৩৫(২)/৫৫(৭) ধারা মোতাবেক চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *