নিজস্ব প্রতিবেদক :
ফেনীতে পিকআপ চাপায় ওয়াসিম উদ্দিন রনি (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে ও উত্তর চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন জানায়, উত্তর চাঁদপুর গ্রামের ফসলি জমি থেকে মাটি কেটে পিকআপ এ করে অন্যত্র নিয়ে যাচ্ছিল শাহজাহান নামে এক মাটি ব্যবসায়ী। তার ব্যবহৃত পিকআপটি সাহেবের হাট রোডে স্কুল শিক্ষার্থী ওয়াসিম উদ্দিন রনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
পরে স্থানীয় লোকজন পিকআপটি ভাংচুর করলেও চালক রফিকুল ইসলাম পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় তাদের অনুরোধে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।