মোঃ আলাউদ্দীন :
রাউজান উপজেলার উত্তর গুজরা গোল মোহাম্মদ তালুকদার বাড়ী মোজাহেদ হোসেন মিঠুর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
সকাল ৯ টায় গোল মোহাম্মদ তালুকদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন, আয়শা বিবির কেন্দ্রীয় জামে মসজিদ খতিম আব্দুল হক আলকদেরী ,গোল মোহাম্মদ তালুকদার বাড়ী মসজিদের খতিব নেজাম উদ্দিন আল কাদেরি, মোজাহেদ হোসেন মিঠু, মো আজম ,মোঃ এনাম ,মোঃ মামুন ,মোঃ ছৈয়দ, মোঃ নিজাম, এমরাজ, মোঃ ছগির, মোঃ সালাউদ্দীন (টিটু)জমির উদ্দিন বাবুল ,মোঃ আলাউদ্দীন মো. কাউছার ,মিজান প্রমুখ।