রাজবাড়ীতে বালু উত্তোলন নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ  : পুলিশের হস্তক্ষেপ

 

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাট এলাকায় বালূ উত্তলনকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘষ, পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।ঘটনা ঘটেছে। ০১ ফেব্রয়ারী বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে সাত্তার নামে এক ব্যাক্তি কিছু লোকজন নিয়ে ঘাটে বালু কাটবে এমন সিদ্ধান্ত নিয়ে মিলাদ দিবে বলে ঘাট এলাকায় গেলে ঘাটের বর্তমান ইজারাদারের লোকজন তাকে বাধা দিলে দু পক্ষের মধ্যে সংঘষ বাধে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিবেশ শান্ত করে।

 

রাজবাড়ী সদর থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর ২টারা দিকে সংঘষের খবর পেয়ে ধাওয়াপাড়া ঘাট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ সময় সাত্তার নামে একজনকে থানায় নিয়ে আশি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে লিখিতি নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

এঘটনায় সাত্তার এর সাথে 01999865474 একাধীক বার যোগাগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

 

তাছাড়াও বর্তমান ইজারাদারের ম্যানেজার মোঃ সোহেল মিয়ার সাথে ফোনে ০১৭৬৩৩৬০৯২৯ যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেন নি।

 

তবে একটি সুত্র মতে জানা গেছে ভূমি মন্ত্রী কে দিয়ে সাত্তার বালু মহলের কাগজ পত্র করে এনে ঘাটে বালু কাটার জন্য মিলাদ দিতে গিয়ে ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *