কুমিল্লায় পিকআপে বিপুল পরিমান অস্ত্রসহ আটক ২

 

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর পুলিশ সদস্যদের বুদ্ধিমত্তায় তরকারী বোঝাই পিকআাপে ব্যাগ ভর্তি অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল রাকীমের ছেলে, আল আমিন (২০) এবং একই উপজেলার মগপাড়াপুর এলাকার নূরুল আমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার চকরিয়া এলাকা থেকে তরকারি বোঝাই পিকআপটি কুমিল্লা মুরাদনগর বাজারের উদ্দেশ্যে বৃহস্পতিবার ভোর ৫টায় কুমিল্লা সিলেট মহাসড়কের দেবপুর পুলিশ ফাঁড়ী অতিক্রম করার সময় সন্দেহ হলে পিকআপটি আটক করে পুলিশ। “সিগনাল অতিক্রম করে চলে যেতে চাইলে সামনে থাকা কনষ্টেবলরা তাদের আটক করে। এরপর গাড়ীতে থাকা লেবার পরিচয় দেয়া দু’জন এবং চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে তাদের কথায় গড়মিল পাওয়া গেলে সন্দেহ হওয়ায় পুরো গাড়ীর কাঁচামাল (তরকারি) আনলোড করা হয়। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে লেবার পরিচয় দেয়া দু’জন (অস্ত্র ও মালের আসল মালিক) পালিয়ে যায়। গাড়ীতে থাকা কাঁচামাল আনলোড করার শেষ দিকে ভেতরে প্লাষ্টিকের বস্তা দেখে হাতে নিয়ে সন্দেহ হলে সেটি খুলে হতবাক হয়ে যায় পুলিশ। বস্তার ভেতরে ৬টি কাটা রাইফেল এবং ১টি বন্দুক পাওয়া যায়। সাথে সাথে বিষয়টি ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর ইউসুফ কে অবহিত করা হয়। তিনি তাৎক্ষনিক ছুটে আসেন ঘটনাস্থলে । গাড়ীর হেলপার ও ড্রাইভার কে আটক করা হয়। আশেপাশে খোঁজ করে লেবার পরিচয়ে গাড়ীতে থাকা মালের মালিকদের আর পাওয়া যায়নি”।

এ বিষয়ে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশের ইন্সপেক্টর আবু ইউসুফ ফশিউল জানান তাৎক্ষনিক অস্ত্রের চালান আটকের ঘটনাটি ওসি মনোজ কুমার দে  কে অবহিত করি । পরে ঘটনাস্থলে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন পিপিএম সহ পুলিশের উদ্ধর্ত্বন কর্মকতর্রা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *