চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার : আটক ২

 

চট্টগ্রাম ব্যুরো :গত ২৬ জানুয়ারি ২০১৮ ইং তারিখে  মোঃ জসিম উদ্দিন (৪০), পিতা- মোঃ আবুল কাশেম, গ্রাম- আম বাড়িয়া, পো- হরেসপুর, থানা- মাদবপুর, জেলা- হবিগঞ্জ র‌্যাব-৭, চট্টগ্রামে অভিযোগ দায়ের করেন যে, গত ২৬ জানুয়ারি ২০১৮ ইং তারিখে আনুমানিক ১৭০০ ঘটিকার সময় তার ভাই ভিকটিম মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা- মোঃ আবুল কাশেম, গ্রাম- আম বাড়িয়া, পো- হরেসপুর, থানা- মাদবপুর, জেলা- হবিগঞ্জ এবং তার সহকর্মী ভিকটিম মোঃ আবু বক্কর সিদ্দিক সোহেল (৩৭), পিতা- মৃত হাজী আবু তাহের, গ্রাম- সাত কুচিয়া, সলিয়া, থানা- পরশুরাম, জেলা- ফেনী, উভয় বর্তমান ঠিকানা- সিজার এ্যাপারেন্স গার্মেন্ট, নাসিরাবাদ টেক্সটাইল গেইট, চট্টগ্রাম’দেরকে কতিপয় অপহরণকারী সুকৌশলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম মোঃ রবিউল ইসলাম তার ব্যবহৃত মোবাইল মোবাইল নম্বর ০১৭২৭-৩৯৬৩৭৯ হতে তার ভাই বাদী মোঃ জসিম উদ্দিনকে (মোবাইল নং ০১৭৪৮-২৩৯৩৫২) ফোন করে জানায় যে, ভিকটিমকে অপহরণ করা হয়েছে এবং তাদেরকে উদ্ধারের জন্য অপহরণকারীরা ০১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। দাবীকৃত মুক্তিপণ মোবাইল নম্বর ০১৭৭১-৪৭৫০৭৯ তে বিকাশ করতে বলা হয়। এ প্রেক্ষিতে ভিকটিম মোঃ রবিউল ইসলামের ভাই অপহরণকারীদের বিকাশ নম্বরে সর্বমোট ১০,০০০ টাকা বিকাশ করে এবং ভিকটিম মোঃ আবু বক্কর সিদ্দিকের মা অপহরণকারীদের বিকাশ নম্বরে ১৮,০০০ টাকা বিকাশ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ভিকটিমদ্বয়কে উদ্ধারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণকারীরা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি ২০১৮ ইং তারিখ ১৭১৫ ঘটিকার সময় সিনিয়র এএসপি মিমতানুর রহমান, পিপিএম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া খতিবের হাট চান মিয়ার রোড কোরবান আলী বাড়ির ২য় তলায় অভিযান পরিচালনা করে অপহরণকারী ১। মোঃ বেলাল হোসেন (২৩), পিতা- মৃত মোহাম্মদ আলী, গ্রাম- সুলভঘর, থানা- পাঁচলাইশ, সিএমপি, চট্টগ্রাম এবং ২। মোঃ হাবিবুর রহমান (২০), পিতা- মৃত মোঃ দেলা মিয়া, গ্রাম- চরকিজিরপুর, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম’দেরকে গ্রেফতার পূর্বক ভিকটিম মোঃ রবিউল ইসলাম ও ভিকটিম আবু বক্কর সিদ্দিক সোহেলকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায়  হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *