কবি আবু বক্করকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ওয়ালফেয়ার ফাউন্ডেশন

 

নাঈম তালুকদার :

বাংলাদেশ ওয়ালফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতেমা নগর গ্রামের বাসিন্দা সূদুর আরব আমিরাত (দুবাই) প্রবাসী  দিরাইয়ের কৃতিসন্তান কবি আবু বক্করকে সংবর্ধনা দিয়েছে  বাংলাদেশ ওয়ালফেয়ার ফাউন্ডেশন।

 

গতকাল শনিবার বিকাল ০৪. ঘটিকায় রাজধানী ঢাকা শহরের  বাংলার মটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়।

ইউ এস ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন পীরজাদ নূরুল আবেদীনের সভাপতিত্বে,  প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিচারপতি সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসিডেন্ট বাংলাদেশ ডিফ স্পোর্টিস ফাউন্ডেশন জাকির হোসেন খাঁন, ও সংবর্ধীত ব্যাক্তি দিরাইয়ের কৃতিসন্তান সুদূর দুবাই প্রবাসী ( দুবাই এর কোঅর্ডিনেটর ভাটি বাংলার  আবু-বকর সিদ্দিক,প্রমুখ। 

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ালফেয়ার ফাউন্ডেশনের  চীফ কোঅর্ডিনেটর মোছাঃ মুশতারী বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *