সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি বাঁধ পরিদর্শন করেছে দিরাই পানি উন্নয়ন কমিটির প্রতিনিধি দল।আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় থেকে শুরু দিনব্যাপী হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন দিরাই উপজেলা পানি উন্নয়ন বোর্ড কমিটির সদস্য দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সহ সঙ্গীয় কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। তারা অত্র উপজেলার সেফটির হাওর ও হুরামন্দিরার হাওরের হাওর রক্ষা বাঁধ উন্নয়ন প্রক্লপের সব ক’টি বাঁধ পরিদর্শন করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ ও পানি উন্নয়ন বোর্ড কমিটির সদস্য মোস্তফা কামাল বলেন,জগদল ইউনিয়নের কয়েকটি হাওর হুরামন্দিরা সব ক,টি গুরুত্বপূর্ন হাওর রক্ষা বাঁধ সরজমিনে পরির্শন করেছি। ইতিমধ্যে দেখেছি হাওর বাঁধের কাজ খুব সুন্দর হয়েছে। ফসল ঘরে তুলার উপযোগী বাঁধ নির্মাণ হয়েছে।মুলত উক্ত ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ ব্যাগের গভীর প্রচেষ্টায় এ সটিক ভাবে বাঁধ নির্মাণ করা সম্ভব হয়েছে। আমরা চেয়ারম্যান শিবলী আহমেদ বেগসহ সংশ্লিষ্ট পিঅাইসিদেরকে ধন্যবাদ জানাই।
এসময় উপস্হিত ছিলেন, জগদল ইউনিয়ন চেয়ারম্যান শিবলী আহমেদ ব্যাগ, জগদল ইউনিয়ন সেচ্ছাবেকলীগ সাধারণ সম্পাদক ছানু মিয়া, সাংবাদিক নাইম তালুকদার, প্যানেল চেয়ারম্যান নুর আলম, দিরাই থানার এসঅাই ইসমাইল হুসেন, পিঅাইসি এনামুল হক এখলাছ মিয়া, জগদল ইউনয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমঙ্গীর মিয়া, লেচু মিয়া,জিয়াউর রাহমান, ইলিয়াস মিয়া, তায়েফ চৌধুরী,আব্দুল লতিফ প্রমুখ।