সোনাগাজীতে উপজেলা সাহিত্য ফোরামের উদ্যোগে বসন্ত বরণ ও সাহিত্য আড্ডা 

ফেনী প্রতিনিধি :

সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ সাহিত্য পরিবারের সহযোগিতায় ১৩ ফেব্রুয়ারী  বুধবার সন্ধ্যায় সোনাগাজী জিরোপয়েন্টস্থ দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে বসন্ত বরণ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের উপদেষ্টা ও দৈনিক ভোরের কাগজ সোনাগাজী প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মনির আহমদ।

বাংলাদেশ সাহিত্য পরিবারের সংগঠক ও সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সিনিয়র সহসভাপতি কবি মহি উদ্দিন খোকনের সভাপতিত্বে ও কবি ইকবাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নজরুল একাডেমী সোনাগাজী শাখার সভাপতি ও সাহিত্য ফোরাম উপদেষ্টা নুরুল আমিন পলাশ, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি কবি গাজী মোহাম্মদ হানিফ, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবু তাহের, ইউপি সচিব আবদুল হালিম, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সংগঠক আকবর হোসেন খোন্দকার রিগ্যান, সোনাগাজী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক বাহার উল্যাহ বাহার, নজরুল সঙ্গীত শিল্পী আবদুস শুক্কুর মিলন প্রমুখ।

 

অনুষ্ঠানে সাহিত্য বিষয়ক আলোচনা, বসন্তের কবিতাপাঠ, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন- স্থানীয় কবি সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *