দাগনভুঞায় স্বেচ্ছাসেবকলীগ নেতা খুন : অাটক ২ ★ বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে ও চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শনিবার সকালে মাতুভূঞা বাজার সংলগ্ন একটি জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মনির ও জুনায়েত কাউছার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফকরুল উদ্দিন চৌধুরী (৩০) আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

নিহতের বড় বোন শাহীনুর আক্তার জেসমিন অভিযোগ করে জানান, ১০ দিন আগে তার তার বন্ধু হিরো ও বাহাদুর, ফকরুলের একটি এপাচি মোটরসাইকেল আটক করে তার কাছে ১০ হাজার টাকা দাবি করে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হিরো তাকে ফোন করে ১০ হাজার টাকা নিয়ে বাসার নিচে নামতে বলে। পরে সে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাসার নিচে নামলে তারা তাকে মাইক্রোবাসযোগে অন্য জায়গায় নিয়ে যায়। এরপর সকালে তারা জানতে পারে তাকে চোখ উপড়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

 

দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। নিহতের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল অামিন বাদল জানান, খুনি যে হোক দ্রুত গ্রেফতার করে অাইনের অাওতায় অানতে হবে। খুনের রহস্য উদঘাটন করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *