ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন দুলালের বাসায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান টের পেয়ে দৌড়ে পালানোর সময় তার পা ভেঙ্গে যায়।
দুলালের স্ত্রী জেলা মহিলা দল সভানেত্রী জুলেখা আক্তার ডেইজী অভিযোগ করেন, পুলিশ ওইদিন গভীর রাতে শহরের উকিলপাড়া বখতিয়ার ভূঞা বাড়ীতে বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলালের সন্ধানে অভিযান চালায়। গ্রেফতার এড়াতে তিনি দৌড়ে পালানোর সময় পা ভেঙ্গে ফেলেন। তিনি সবকটি মামলায় জামিনে থাকার পরও পুলিশ বারবার অভিযান চালিয়ে হয়রানি করছে।
জেলা বিএনপি নেতারাও এ অভিযানের নিন্দা জানান।