ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাবের টানা তিন বারের নির্বাচিত সভাপতি করিরুল ইসলাম সিদ্দিকিকে আজ দুপুরে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলায় আদালতের গ্রেফতারি পরওয়ানা রয়েছে বলে ফরিদপুরের কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ জুম্মার নামাজ শেষে ফরিদপুরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন নিজের বাসায় ফিরছিলেন কবির। ওঁত পেতে থাকা ফরিদপুর পুলিশের একটি দল বাসার সামনে থেকেই কবিরকে আটক করে থানায় নিয়ে যায়। কোতোয়ালী থানা পুলিশ চাঁদাবাজি মামলায় কবিরকে গ্রেফতারের কথা স্বীকার করেছে।
উল্লেখ্য,কবিরুল ইসলাম সিদ্দিকি মূলত প্রথম শ্রেণীর ঠিকাদার ও ইট ভাটা মালিক। নেশা হিসেবে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত। একটি প্রভাবশালী মহল ফরিদপুর প্রেসক্লাবের নিয়ন্ত্রণ কুক্ষিগত করতে কবিরের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করান। কবির সম্ভাব্য জটিলতা এড়াতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দেন। পরে ওই চাঁদাবাজির মামলায় চার্জশিট দেওয়া হয়। ওই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ফরিদপুরের কোতোয়ালী থানা পুলিশ আজ ওই গ্রেফতারি পরোয়ানা মূলেই কবিরুল ইসলাম সিদ্দিকিকে গ্রেফতার করে।