ফুলবাড়ীতে অসহায় প্রতিবন্ধির সাথে প্রতারনা, আদালতে মামলা

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যবসায়ী অসহায় প্রতিবন্ধির নিকট ২ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টাকা না দিয়ে প্রতারনা করছেন। প্রতিবন্ধি মোছাঃ ফাতেমা বেগম দিনাজপুর আদালতে ২০১৫সালে ১ জনকে আসামী করে মামলা করেও ন্যায় বিচার পাচ্ছেন না। ঘটনার বিবরনে জানাযায়, ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির ফকিরপাড়া গ্রামের মৃতঃ স্বপন চৌধুরীর স্ত্রী মোছাঃ ফাতেমা বেগমকে পৌর শহরের চাঁদপাড়া গ্রামের নজরুর ইসলামের পুত্র মোঃ রায়হান কবির টাকার লাভ দেওয়ার কথা বলে গত ১/৯/২০১৫ইং সালে ১লাখ ৫০ হাজার টাকা নিয়ে উত্তরা ব্যাংক লিমিটেড শাখার একটি চেক প্রদান করেন।

অপর দিকে একই তারিখে মোছাঃ ফাতেমা বেগমের নিকট থেকে আবারও ১লাখ টাকা নিয়ে চেক প্রদান করেন। মোছাঃ ফাতেমা বেগম প্রতারক রায়হান কবিরের উক্ত চেক দুটি নিয়ে গত ৮/৯/২০১৫ইং তারিখে ১লাখ ৫০ হাজার টাকার চেক ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্মকর্তা বলেন তার এই চেকের একাউন্টে কোন টাকা নেই। চেকটির একাউন্ট ক্লোজ করে দেওয়া হয়েছে। ঐ তারিখে ব্যাংক চেক মেমো ফেরত দেন। এ ভাবে ৫/১০/২০১৫ইং এবং ২১/১০/২০১৫ইং তারিখেও ব্যাংক চেক মেমো ফেরত দেন।

১লাখ টাকার চেকটি ২১/১০/২০১৫ইং তারিখে এবং ৫/১০/২০১৫ইং তারিখে ও ৮/৯/২০১৫ইং তারিখে একই ভাবে ব্যাংক চেক ডিজনার মেমো প্রদান করেন। উল্লেখ্য যে ১লাখ টাকার চেক নং ১৮৩৪৫২০ ও ১লাখ ৫০হাজার টাকার চেক নং ১৮৩৪৫১৭।দুই চেকের হিসাব নং ৮২৭। মোছাঃ ফাতেমা বেগম দিনাজপুর আদালতে রায়হান কবিরকে আসামী করে একটি মামলা দায়ের করেন।যারমামলা নং ২১৫।

মোছাঃ ফাতেমা জানান, আমি এক জন প্রতিবন্ধি রায়হান কবির আমার নিকট ব্যাবসা করার জন্য উক্ত টাকা ধার নেন। প্রতি মাসে লাভ দেওয়ার কথা বলে। এখন তিনি আর মুল টাকা ফেরত দিচ্ছেন না। তার বিরুদ্ধে আদালতে মামলা করারপর গ্রেফতারের সমন আসলেও তা ধামাচাপা দিয়ে রাখছেন। তাই আমি ন্যায় বিচার পাবকিনা তা নিয়ে সংসয় রয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *