ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার উপকূলীয় চর ইঞ্জিমানের ৫টি সড়ক কাঁচা সড়ক পাকা নির্মানের জন্য গত ২১অাগস্ট ২০১৭ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারিকে নিজ প্যাডে চিঠি দিয়েছিলেন, সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। বিগত প্রায় ১বছর অতিবাহিত হলেও অালোর মুখ দেখেনি অা’লীগের সাধারন সম্পাদকের ওই চিঠি।
জানা গেছে, ওবায়দুল কাদেরের নির্বাচনি এলাকা কোম্পানী গঞ্জের পাশেই সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের ওই গ্রামটি। স্থানীয়রা দুর্ভোগের চিত্র দেখিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলে, মন্ত্রী দ্রুত নির্মানের জন্য ওই চিঠি দিয়েছিলেন।
সড়ক গুলো হল, ইঞ্জিমানের মুজিব সড়ক, মোতাহের হোসেন সড়ক, মৌলভী আবদুস সাত্তার সড়ক, সৈয়দ মিয়া সড়ক ও সামাদ ভান্ডারি সড়ক। প্রতিটি সড়ক ১কিলোমিটার।
চর দরবেশ ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো বাংলারদর্পনকে জানান, বর্ষা মৌসমে সড়ক গুলো পানিতে ডুবে থাকে, জনসাধারণ চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। গত বছর মাটি ভরাট করা হয়েছিল। স্থানীয় ভুক্তভোগীদের দাবীর প্রেক্ষিতে সড়ক মন্ত্রী মহোদয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে চিঠি দিয়েছিলেন, অজ্ঞাত কারনে মন্ত্রী মহোদয়ের সেই নির্দেশনায়ও কাজ হচ্ছেনা। উপকুলীয় অঞ্চলের হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলজিইডির সোনাগাজী উপজেলা প্রকৌশলী মনির হোসাইন বাংলারদর্পন কে জানান, ৫টি সড়ক সর্বমোট ৫ কিলোমিটার, প্রক্রিয়াধীন অাছে। দ্রুত সময়ের মধ্যে নির্মান হতে পারে।
দুর্ভোগ লাঘবে স্থানীয়রা আবারো সড়ক ও সেতু মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
#সৈয়দ মনির, বাংলারদর্পন।