ফেনী প্রতিনিধি : চাকুরী রাজস্ব করনের ১ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ফেনীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন’র (সিএইচসিপি) অবস্থান কর্মসূচি শুরু হয়েছে ।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, এসোসিয়েশন’র জেলা সভাপতি জিয়াউর রহমান রাসেল, সাধারন সম্পাদক আপপান হোসেন ঝুলন, সোনাগাজী উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম দিদার, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র দাশ সহ সকল উপজেলা সভাপতি ও সম্পাদকবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করেন। কিন্তু ২০০১ সালে খালেদা জিয়া সরকার ক্লিনিক বন্ধ করে দেন। আবার যদি তারা ক্ষমতায় অাসে ক্লিনিক বন্ধ করে দিতে পারে। ২০১৭ সালে সারা দেশে প্রায় ১৪ হাজার ক্লিনিকের মাধ্যমে ৯০ লক্ষ রোগীকে স্থাস্থসেবা দেয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকের কারনে স্বাস্থসেবায় বিশ্বে রোল মডেল বাংলাদেশ ঘোষনা দিয়েছিল জাতিসংঘ। ২০১৩ সালে সরকারি সিদ্বান্ত অনুযায়ী সিএইচসিপিদের চাকুরী রাজস্ব করনের দাবী মেনে নিতে হবে। অন্যথায় এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন তারা।
এন অাগে ২০-২২ জানুয়ারী স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান ও উপজেলা নির্বাহী কর্মকতার মাধ্যমে স্মারক লিপি প্রদান করেন। আজ ২৩ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয়, জেলা প্রসাশক ও জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারক লিপি প্রদান করবেন।
২৪-২৬ জানুয়ারি তারিখে দাবী না মানলে ২৭ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি চলবে বলে মন্তব্য করেন বক্তারা। তাতেও না মানলে ১ ফেরুয়ারি থেকে আমরণ অনশন চলবে বলে হুশিয়ারি উচ্চারন করেন।
সম্পাদনায় / সৈয়দ মনির অাহমদ।