প্রতিবেদকঃ
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। পৌরসভা নির্বাচনে ৫২টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল পেয়েছেন ৩৪৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসেন মাঝি ধানের শীর্ষ পেয়েছেন ৩৬১৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুর রশিদ বেলাল হাতপাখা পেয়েছেন ১২৩৪ ভোট।
এই প্রথম ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার ১৫ ওয়ার্ডে ৫২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মামুনুর রশিদ বেলাল।
দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো চাঁদপুর পৌরসভা নির্বাচন। চাঁদপুর জেলা প্রশাসনরে পক্ষ থকে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর এ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিজিবি, এপিবিএন আনসার সমন্বয়ে গঠিত স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করেছেন। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সমন্বয়ক হিসেবে ছিলেন।