অাত্মসমর্পন করে ৫৭ ধারায় জামিন পেলেন সাংবাদিক ইশরাত ইভা

ডেস্ক রিপোর্ট :

 

খুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭/৬৬ ধারার মামলায় খুলনার নারী সাংবাদিক ইশরাত ইভাকে জামিন দিয়েছেন আদালত।

খালিশপুরে ভূমিদস্যু তকদির হোসেন বাবুকে নিয়ে তিনটি প্রতিবেদন প্রকাশের জের ধরে মামলায় সোমবার বেলা সাড়ে ১২টায় খুলনার মুখ্য মহানগর আদালত ‘গ’ অঞ্চল হাকিম মো. শাহীদুল ইসলাম সাংবাদিক ইশরাত ইভার জামিন মঞ্জুর করেন।

সাংবাদিক ইশরাত ইভার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট বিল্লাল হোসেইন, অ্যাডভোকেট কামরুল আহসান, অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু, অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, অ্যাডভোকেট আইয়ুব আলী, অ্যাডভোকেট জিল্লুর রহমান, অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুর, অ্যাডভোকেট শামিম হাসান শুনানিতে অংশগ্রহণ করেন।

অ্যাডভোকেট বিল্লাল হোসেইন বলেন, জামিনের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় সাংবাদিক ইশরাত ইভাকে জামিন দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *