চট্টগ্রাম ব্যুরো :
গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১২তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান দারুল ইসলাম ফাযিল ডিগ্রী মাদ্রাসা শাখার উদ্যোগে এতিম খানার কোরআন হাফেজ ছাত্রদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয় । এ উপলক্ষে গত রবিবার মাদ্রাসার হল রুমে আয়োজিত এক আলোচনা সভা মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
এতে সভাপতিত্ব করেন মাদরাসার প্রবীণ শিক্ষক মওলানা শামসুর আলম নুরী । সংগঠনের সভাপতি রিয়াদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন রাউজান দারুল ইসলাম ফাযিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক হযরতুল আল্লামা মওলান মইনুউদ্দিন আলকাদেরী মাইজভাণ্ডারী , প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার আরবী প্রবাষক হযরতুল আল্লামা জাকারিয়া।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক, মোঃ হোসাইন মাহমুদ চিশতী ধর্মীয় সম্পাদক মোঃ ইরফাত হোসেন প্রমুখ ।