ফেনী :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী – দাগনভূূঁইয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ।
তিনি সোনাগাজী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরবর্তীতে আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ.ক.ম ইসহাক’র ছেলে।
খালেদ মাহমুদ মাসুদ পারিবারিক ভাবে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে জড়িত।
তার ছোট ভাই হাসান মাহমুদ সোনাগাজী উপজেলা ছাত্রদলেন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে, খালেদ মাহমুদ মাসুদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে একাধিকবার জেল জুলুমের স্বীকার হয়েছেন তিনি।
খালেদ মাহমুদ মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।