ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন

ফেনী :

ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বিশ্ববরেণ্য ক্বারী, হাফেজ ও নাশিদ শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন ৫০ হাজার ধর্মপ্রাণ মানুষ। বৃহস্পতিবার দিনব্যাপী ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে নবম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এতে ক্বেরাত পরিবেশন করেন বিশ্ববরেণ্য ক্বারী ফারদান আদম( আফ্রিকা), ক্বারী আবদুর রহমান আদ্দুরুনকী (মিশর), ক্বারী রেজাই আইয়ুব( তানজানিয়া, ক্বারী আবদুল বাসেত(পাকিস্তান), ক্বারী আতাউল্লাহ আজাদি(ঢাকা), আনোয়ার হোসাইন(চট্টগ্রাম) ও ক্বারী মুহাম্মদ জুনায়েদ।

 

সম্মেলনে শর্শদি দারুল উলূম ইসলামীয়া মাদরাসার পরিচালক মাও. ইসমাইল হায়দারের সভাপতিত্বে এবং মাও. আবদুল ফাত্তাহ ও মাও. মনছুর হাল্লাজের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, ফেনী সদর আসনের সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবদীন, ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান জামিল, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলি ভূঞা, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি মাও. একরামুল হক, জামিয়া মাদানিয়া সিলোনিয়ার পরিচালক মুফতি আহমদ উল্যাহ কাসেমি, স্টারলাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন প্রমূখ।

নাশিদ পরিবেশন করেন মুশফিক বিন জামাল ও আদিয়ান নুর মুনতাকিম।

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ফেনী ও আশপাশের জেলার প্রায় ৫০ হাজার ধর্মপ্রাণ মানুষ বিশ্ববরেণ্য ক্বারীদের তেলাওয়াত উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *