বিজয় দিবসে ইবনে হাসমান হাসপাতাল ও অনির্বাণ ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

ফেনী :
৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে ফেনীর ফাতেহপুর এলাকায় বিনামুল্যে সুন্নতে খৎনা, ঔষধ ও পোশাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপি ফাতেহপুর জামিয়া রহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

অনির্বাণ ক্রীড়া সংঘের আয়োজনে ইবনে হাসমান হাসপাতালের সার্বিক সহযোগিতায় ক্যাম্পে অর্ধশতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করানো। শিশুদের মাঝে ঔষধ ও লুঙ্গি, গেঞ্জি, পাঞ্জাবি বিতরণ করা হয়। অনুষ্ঠানে শতাধিক রোগীকে বাত ব্যথা ও গাইনী চিকিৎসক সেবা দেয়া হয়। এবং রোগিদের মাঝে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া দুই শতাধিক রোগীর রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

 

উক্ত ক্যাম্পেইন পরিদর্শন করেন শর্শদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইকবাল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক এম. জহির চৌধুরী, ইবনে হাসমান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন ভুঁইয়া, রহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবদুল্লাহ আল ফুআদ, সমাজ সেবক এসএম মিজানুর রহমান, সংগঠনের সভাপতি আবদু রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফেজ আবদুল কাইয়ুম, বিএনপি নেতা আবদুর রাজ্জাক প্রমুখ।

 

ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইকবাল হোসেন জানান, সামাজিক সংগঠনের উদ্যোগে এ ধরনের সেবামুলক কাজে গ্রামের অসহায় পরিবারের মানুষ উপকৃত হয়েছে। আমি আশা করছি আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ইবনে হাসমান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন জানান, সামাজিক সংগঠন এ ধরনের কাজে এগিয়ে আসলে আমরা সবসময় পাশে থাকবো এবং সাধ্যমত সহযোগিতা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *