বিজিবি-বিএসএফের সম্পর্ক অনেক শক্তিশালী: বিএসএফ আইজি

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ভারতীয় সীন্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক শক্তিশালী বলে মন্তব্য করেছেন বিএসএফের ত্রিপুরা রাজ্যের আইজি সুশান্ত কুমার নাথ।

বিএসএফের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (০১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আয়োজিত জয়েন্ট রিট্রিট সিরিমনিতে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এর আগে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে দুইদেশের পতাকা নামানো হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ফ্ল্যাগ ডাউন অনুষ্ঠানটি বন্ধ ছিল। ফ্ল্যাগডাউন শেষে ত্রিপুরা বিএসএফের আইজি সুশান্ত কুমার নাথকে ফুল, মিষ্টি ও উপহারসামগ্রী দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল শাহরিয়ার ইকবাল। এ সময় বিএসএফের তরফ থেকেও বিজিবিকে উপহার সামগ্রী দেওয়া হয়।

সুশান্ত কুমার নাথ বলেন, জয়েন্ট রিট্রিট সিরিমনির জন্য বিজিবির প্রতি আমরা কৃতজ্ঞ। ভারত ও বাংলাদেশ যেমন ভাই-ভাই, তেমনি বিজিবি-বিএসএফের বন্ধুত্ব অনেক শক্তিশালী। আশা করি আগামীতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। বিজিবি-বিএসএফ আগামীতে সীমান্ত ব্যবস্থাপনা আরও ভালোভাবে করবে।

বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল শাহরিয়ার ইকবাল বলেন, আমরা চাই উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সবসময় সুন্দর সময় বজায় থাকুক। আমাদের মধ্যকার আন্ত সমস্যাগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। সেজন্য আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় রাখব। ভবিষ্যতো আমাদের সম্পর্কের বন্ধন আরও গাঢ়ো হোক।

এ সময় বিজিবির ৬০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুল আফসার, ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস কবির, ১০ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর রেজা, ১২০ বিএসেফের কমান্ডার রতনেশ কুমার ও ত্রিপুরার গোকুলনগরের ডেপুটি কমান্ডার হার্মিত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *