বাংলাদেশ ২০২১ সালে অবশ্যই মধ্য আয়ের দেশে পরিণত হবে- মাহতাব উদ্দিন

 

মোঃ আলাউদ্দীন :

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষে মানুষে সমতা ও গণ অধিকার প্রতিষ্ঠার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী। বাংলাদেশ ২০২১ সালে অবশ্যই মধ্য আয়ের দেশে পরিণত হবে। এ জন্য প্রয়োজন একটি বৈষম্যমূলক সমাজ গঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তিনি আজ বিকেলে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রয়াত জননেতা এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র শোকসভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, মহিউদ্দিন ভাইয়ের স্বপ্ন ও সাধনা ছিলো গণমানুষের অধিকার প্রতিষ্ঠা। শ্রমিক শ্রেণী ও কর্মজীবীদের পাশে থেকে আমার লক্ষ্য বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ একটি বহুমাত্রিক বড় দল। আমাদের মধ্যে ছোট-খাটো ভুল ও ভিন্নতা থাকতে পারে। এক সাথে বসে এর সমাধান করতে হবে। মনে রাখতে হবে, এখনও দেশে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধান বক্তার ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নে আমার রাজনৈতিক গুরু মহিউদ্দিন ভাইয়ের নির্দেশিত চিন্তা-দর্শন অনুসরণ করে যাবো। এ জন্য প্রয়োজন ঐক্য। এই ঐক্যই আমাদের শক্তি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. রশিদ। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ওয়ার্ড আওয়ামী লীগের মনজুর হোসাইন, ইসমাইল ইলিয়াছ, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, হুমায়ুন কবির, মো: ইসহাক, আবুল কালাম, আবদুর রহিম, আনোয়ার হোসেন আবুল, মো: ইদ্রিস, হাফেজ আহমদ, সাজ্জাদ আলী, খান বাহাদুর, নজরুল ইসলাম, মো: শাহজাহান, মাহবুবুল আলম, মনিরুল আলম, আমির উদ্দিন, কফিল উদ্দিন, মো: ইদ্রিস, পারভেজ মনজু, সেলিম চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *