আব্দুল বারীক ওয়েলফেয়ার এন্ড ট্রাস্ট’র উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

 

 

এস,এম,ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ- সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে “আব্দুল বারীক ওয়েলফেয়ার ট্রাস্ট” এর উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মধ্যে জনপ্রতি হাজার টাকা মূল্যের ‘লেপ’ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দিরাই-শাল্লার সাবেক এম,পি, বি,এন,পি, নির্বাহী কমিটির সদস্য- জনাব নাছির উদ্দিন চৌধুরী,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার তালুকদার, সিনিয়র সাংবাদিক এস,এম,ওয়াহিদুল ইসলাম, খেলাফত মজলিশ দিরাউ উপজেলা সেক্রেটারি এবিএম নোমান সর্দার, যুব জমিয়ত উপজেলা সভাপতি মাওঃ আবিদুর রহমান,  সাংবাদিক শামছুল ইসলাম খেজুর, অনলাইন প্রেস ক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তার ভূয়সী প্রশংসা করে শিতার্ত মানুষের পাশে সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তৃতায় সিনিয়র সাংবাদিক এস,এম, ওয়াহিদুল ইসলাম ট্রাস্ট ও প্রতিষ্ঠাতার স্মৃতিচারণ করে বলেন।

চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট দানশীল ইউকে প্রবাসী “শহীদুল ইসলাম নজরুল” নিজ পিতার নামে “আব্দুল বারিক ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা করে নিজ গ্রাম চন্ডিপুর সহ দিরাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিরবে করে যাচ্ছেন গরীব দুঃখীর পাশে থেকে জনসেবা। 

প্রচার বিমুখ মহৎপ্রাণ এই যুবক প্রবাসে থেকেও যারা নিজ জন্মভূমিকে সুদূর যুক্তরাজ্য (ইউকে) থেকে আগলে রাখছেন নিজ মানবতা আর মমত্ব দিয়ে। এলাকার গরীব-দুঃখী কেউ রোগাক্রান্ত হলে অর্থাভাবে কেউ বিনা চিকিৎসায় থাকছেন না, বাড়িয়ে দিচ্ছেন আর্থিক সহযোগিতার হাত। কন্যাদায়গ্রস্ত পিতাকে অর্থ সহযোগিতা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঘর মেরামত বা তৈরিতেও আসছেন এগিয়ে অর্থ সহায়তা নিয়ে কখনো ব্যক্তিগত অথবা নিজ পিতার প্রতিষ্ঠিত “আব্দুল বারীক ওয়েলফেয়ার ট্রাস্ট” সংগঠনের উদ্যোগে সাধ্যানুযায়ী সহযোগিতা করে যাচ্ছেন।  

শহিদুল ইসলাম নজরুল গত এক বছর ফসল হারা কৃষক সহ দরিদ্র সকল পরিবারে ব্যাপক ভাবে নগদ অর্থ, মাথাপিছু ১বস্তা চাউল সহ কয়েকবার নিজ অর্থায়নে পাশে দাঁড়িয়েছে ফসল হারা কৃষকদের সহযোগিতা করতে। এছাড়া সাবেক সহ বর্তমান ক্রীড়াবিদদের সম্মানার্থে সম্মাননা ক্রেস্ট ও স্থানীয় আলেম-উলামাদের  সম্মানার্থে সম্মাননা এবং আপ্যায়নের ব্যবস্থা প্রদানের মত মহতী উদ্যোগ সহ জনাব শহিদুল ইসলাম নজরুল নিজ দরিদ্র আত্মীয় সহ গ্রামের আরো কিছু দরিদ্র পরিবারকে সরকারি মাসিক ভাতার মত করে নিয়মিত দিয়ে যাচ্ছেন  মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা।  কয়েকশ শীতার্ত মানুষের জন্য গোটা পৌরসভা ব্যাপী ব্যতিক্রমী শীতবস্ত্র পণ্য ‘লেপ’ বিতরণের উদ্যোগ প্রশংসিত হচ্ছে গ্রহীতা সহ সুধী সমাজের কাছে।

দোওজ গ্রামের একজন গ্রহীতা ও মজলিশপুর একজন মহিলা গ্রহীতা বাংলার দর্পণ কে বলেন, ‘আব্দুল বারী ওয়েলফেয়ার ট্রাস্টের” মাধ্যমে শহিদুল ইসলাম নজরুল নিজ গ্রামবাসী ও পৌরসভা সহ অন্যান্য এলাকায় মানবতার ডাকে কনকনে শীতে আমার মত দরিদ্র মানুষ কে যে ‘লেপ’ উপহার দিয়েছেন আমি তাহার জন্য আল্লাহ্‌র কাছে দুআ করি উনি যেন ভাল থাকেন আমার মত দরিদ্র মানুষের সেবা সকল সময় করতে পারেন। আমরা অত্যান্ত আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *