ফেনী স্টাইল ।। জেলা পরিষদে ২১ প্রার্থী বিজয়ী

ফেনী :
ফেনীর বিগত ইউপি ও পৌর নির্বাচনের মতোই জেলা পরিষদেও ২১ প্রার্থীই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ৬৫৪ জন ভোটার। সারাদেশের মত বুধবার ফেনীতে জেলা পরিষদ নির্বাচন হবার কথা থাকলেও এখানে ভোট হয়নি।
ফেনী নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বুধবারের জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের ২০টি পদের বিপরীতে প্রত্যেকটিতে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একাধিক প্রার্থী তাদের স্ব-স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যান ও সদস্য পদের সবগুলোতে সরকার দল সমর্থিত একক প্রার্থীরা বিজয়ী হয়েছেন
জেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, জেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদের বিপরীতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বাছাইয়ে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। অপর দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে সাবেক যুবলীগ নেতা আজিজুল বারি চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী।
এছাড়া ১৫টি সাধারণ ওয়ার্ডে ও ৫টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সরকার দল সমর্থিত একক প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হলেন সাধারন সদস্য ১ নং ওয়ার্ডে নুর মোহাম্মদ সফিকুল হোসেন, ২ নং ওয়ার্ডে হাজী জামাল উদ্দিন, ৩ নং ওয়ার্ডে মো: দেলোয়ার হোসেন মজুমদার, ৪ নং ওয়ার্ডে কাজী ওমর ফারুক, ৫ নং ওয়ার্ডে মো: আকতার হোসেন, ৬ নং ওয়ার্ডে নুরুল আবছার, ৭ নং ওয়ার্ডে মাহবুবুল হক, ৮ নং ওয়ার্ডে মোসলেহ উদ্দিন বাদল হাজারী, ৯ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ১০ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন আহম্মদ, ১১ নং ওয়ার্ডে সালেহ আম্মদ হায়দার, ১২ নং ওয়ার্ডে নুরুল আমিন, ১৩ নং ওয়ার্ডে ফযেেজুল কবির, ১৪ নং ওয়ার্ডে মো: ফারুক হোসেন, ও ১৫ নং ওয়ার্ডে মো: নাছির উদ্দিন আরিফ।
এছাড়া সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন, নিলুফা করিম, নাজমা আক্তার কণা, লায়লা জেসমিন , রাবেয়া আক্তার ও খোদেজা খানম শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *